ছাত্রদলের কেন্দ্রীয় সংস‌দের আংশিক কমিটি ঘোষণা

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

ছাত্রদলের কেন্দ্রীয় সংস‌দের আংশিক কমিটি ঘোষণা

ডেস্ক প্রতিবেদন : কাউন্সিলের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার তিন মাস পর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৮ সে‌প্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলে স‌রাস‌রি ভো‌টে সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নির্বা‌চিত হন। শুক্রবার রাতে ৬০ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।

সংগঠন‌টির কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদ‌লের সাংগঠনিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন। শিগগিরই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন- কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মামুন খান, পার্থ দেব মন্ডল, মাজদুল ইসলাম রুম্মন, কে.এস.এম. মুসাব্বির শাফি, ওমর ফারুক কাওসার, মোক্তাদির হোসেন তরু, সাজিদ হাসান বাবু, মাহমুদুল হাসান বাপ্পী, মিজানুর রহমান সজীব, মোস্তাফিজুর রহমান, পাভেল শিকদার।

যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন-আমিনুর রহমান আমিন, শাহ নাওয়াজ, মহিন উদ্দিন রাজু, তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, এ.বি.এম. মাহমুদ আলম সরদার, মিজানুর রহমান শরীফ, রিয়াদ মো. ইকবাল হোসেন, আরিফুর রহমান আরিফ, আব্দুল্লাহ আল জুবায়র বাবু, নিজাম উদ্দিন রিপন, মারুফ এলাহী রনি, করিম প্রধান রনি, মাহবুব মিয়া, শ্যামল মালুম।

সহ সাধারণ সম্পাদক পদে- রাশেদ ইকবাল খান, আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, ইছামন্তাজ ইজাজ, মাইন উদ্দিন নিলয়, সিরাজুল ইসলাম, কে.এম. সাখাওয়াত হোসেন, মাহবুব আলম মাহবুব, সাদিকুর রহমান সাদিক, আকতারুজ্জামান আকতার, মো. জামিল হোসেন, মো.আলাউদ্দিন খান, শাহাদাত হোসেন, শেখ শহিদুল ইসলাম, সুলতানা জেসমিন জুঁই, খন্দকার ডালিয়া রহমান দায়িত্ব পেয়েছেন।

এ কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফ মাহমুদ জুয়েল। সহ সাংগঠনিক সম্পাদক- তৌহিদুর রহমান আউয়াল, মশিউর রহমান রনি (ঢাকা বিভাগ), মাহফুজুল আলম মিঠু (বরিশাল), তানজিমুল হাসান কায়েস (ফরিদপুর), হেলাল আহম্মেদ সুমন (খুলনা), নাদিমুর রহমান শিশির (কুমিল্লা), ফারুক আহমেদ সাব্বির (চট্টগ্রাম), রায়হান উদ্দিন (সিলেট), রফিকুল ইসলাম রবি (রাজশাহী), মনিরুজ্জামান হিযবুল (রংপুর), নাইমুল করিম লুইন (ময়মনসিংহ)। এছাড়া আজিজুল হক সোহেলকে সহদফতর সম্পাদক করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর