মদ ছেড়ে ডিম-দুধ খান, বললেন হবিগঞ্জের এসপি

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

মদ ছেড়ে ডিম-দুধ খান, বললেন হবিগঞ্জের এসপি

হবিগঞ্জ প্রতিনিধি : ‘চা শ্রমিকদের মদ নয়, ডিম ও দুধ খেতে হবে। এসব খাবার শরীরে পুষ্টি যোগাবে। সন্তানরাও শিক্ষিত হবে। ভালো চাকরি করবে।’
শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
ধর্মঘটের নামে চা শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র না করতে চা শ্রমিকদের প্রতি তিনি আহ্বান জানান। পুলিশ সুপার চুনারুঘাট উপজেলার ছয়টি চা বাগানের প্রায় এক হাজার শ্রমিকের মধ্যে এ শীতবস্ত্র তুলে দেন।
এ সময় তিনি বলেন, পড়ালেখা করে চা শ্রমিক পরিবারের বেশ কয়েকজন এ বছর পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পেয়েছে। তারা প্রত্যেকেই দরিদ্র। তাদের পরিবার ডিম, দুধ খাইয়েছে। লেখাপড়া করিয়েছে। যদি মাদক সেবন করতো তবে তাদের সরকারি চাকরি হতো না। তারাই একদিন থানার ওসি হবে। পরিবারের জন্য সুনাম বয়ে আনবে। তাই মাদক সেবন পরিহার করতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, নিজেরা মদপান করলে তার প্রভাব সন্তানদের ওপর পড়বে। এটি মনে রাখতে হবে।
শীতবস্ত্র বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি নাজমুল হাসান, ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, আমু চা বাগানের ব্যবস্থাপক জহুরুল ইসলাম, চা শ্রমিক নেতা কাঞ্চন পাত্র প্রমুখ।

সর্বশেষ ২৪ খবর