দুটি কিডনি নষ্ট মাওলানা আবু বক্কর সিদ্দিকের : সাহায্যের আবেদন

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯

দুটি কিডনি নষ্ট মাওলানা আবু বক্কর সিদ্দিকের : সাহায্যের আবেদন

ডেস্ক প্রতিবেদন : দুটি কিডনি নষ্ট হয়ে গেছে মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিকের (৪৫)। তিনি নবীগঞ্জের দীঘলবাগ এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে প্রায় ১০ দিন যাবত তিনি ডাক্তার নাজমুল ইসলামের অধীনে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা ব্যায় মেটাতে প্রয়োজন ১২.লক্ষ টাকা। আবু বক্করের পরিবারের সেই সামর্থ্য নেই বলে তিনি এখন হাসপাতাল থেকে সিট কেটে নিয়েছেন। সব টাকা জোগাড় করে চিকিৎসা করার আশায় জন্য এখন তিনি বাড়িতে আছেন। আত্মীয়-স্বজন যারা আছেন সবাই গরিব । তিনি তাই সমাজের সুহৃদ মানুষের কাছে সহযোগীতা কামনা করেছেন। তিনি সমাজের সামর্থবান মানুষের আর্থিক হযোগীতা কামনা করে বলেন, আপনাদের আর্থিক সহযোগীতায় আমার ৮ সদস্যের একটি পরিবার নতুন জীবন ফিরে পাবে।
.
উল্লেখ্য মাওলানা আবু বক্কর জামিয়া ইসলামিয়া দারুল উলূম অলৈতলী কাতিয়া মাদ্রাসায় দীর্ঘ ২১ বছর সহকারি শিক্ষক হিসেবে কাতিয়া মাদ্রাসায় দিনের খেদমতে ছিলেন। দু্ই ভাইয়ের মধ্যে আবু বক্কর বড়। ছোটোবেলায় পিতা হারিয়ে হযরত শায়খে কাতিয়া (রহঃ) সাহেবের হাত ধরে কাতিয়া মাদ্রাসায় লেখাপড়া শুরু করে ওখানে উনার কর্মজীবন শুরু।
মাওলানা আবু বক্বরকে সাহায্য পাঠানো যাবে এই বিকাশ নাম্বারে । +8801732833939

সর্বশেষ ২৪ খবর