সরকারের ইচ্ছা বাস্তবায়নের প্রতিষ্ঠান ইসি : গয়েশ্বর

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

সরকারের ইচ্ছা বাস্তবায়নের প্রতিষ্ঠান ইসি : গয়েশ্বর

ডেস্ক প্রতিবেদন : নির্বাচন কমিশনকে (ইসি) সরকারের ইচ্ছা বাস্তবায়নের প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ঢাকা সিটি নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এই নির্বাচন নিয়ে কোনো আবহ তৈরি হয়নি। যা হয়েছে দলীয় মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে বিএনপির নয়াপল্টন ও আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে। জনগণ যেহেতু ভোট দিতে পারে না, তাই তাদের আগ্রহও নেই।’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচন নিয়ে কী আর আশা করব। নিকট অতীতে যা দেখেছি, জাতীয় নির্বাচনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। নির্বাচন বলতে যে স্বতঃস্ফূর্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট, তা আশা করা যায় না।’

ইভিএম প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘উন্নত দেশসহ প্রতিবেশী ভারতও বলছে ইভিএমে ভোট ম্যানুপুলেট করা যায়। যারা ইভিএম আবিষ্কার করেছেন, তারা এখন এটি প্রত্যাখ্যান করেছে। সেখানে আমাদের প্রধান নির্বাচন কমিশনার জেদ করেছেন ইভিএম জনগণকে গেলাবেনই। যখন জনগণের ইচ্ছার বিরুদ্ধে ইভিএম নির্বাচনে ব্যবহার করছে, তখন বুঝতে হবে এর পেছনে কোনো রহস্য আছে। আসলে এটা নির্বাচন কমিশন নয়, এটা সরকারের ইচ্ছা বাস্তবায়ন প্রতিষ্ঠান।’

তাহলে বিএনপি কেন নির্বাচনে যাচ্ছে-এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ভোট দিতে পারুক অথবা না পারুক দেশের মানুষের একটা ধারণা থাকে নির্বাচন। নির্বাচন কমিশনের প্রতি আমাদেরসহ কারও কোনো আস্থা নেই। জেনে শুনেই আমরা বিষপান করেছি। ’

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাসাস’র সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন রোকনসহ কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর