সিলেটের তাজ রহমানসহ জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব যারা

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

সিলেটের তাজ রহমানসহ জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব যারা

ডেস্ক প্রতিবেদন : জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে ৯ম জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক আটজন অতিরিক্ত মহাসচিব নিয়োগ দিয়েছেন।

অতিরিক্ত মহাসচিব হলেন- গোলাম কিবরিয়া টিপু এমপি (বরিশাল বিভাগ), সাহিদুর রহমান টেপা (খুলনা বিভাগ), অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (রাজশাহী বিভাগ), ফকরুল ইমাম এমপি (ময়মনসিংহ বিভাগ), এটিইউ তাজ রহমান (সিলেট বিভাগ), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি (রংপুর বিভাগ), অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া (চট্টগ্রাম বিভাগ) এবং লিয়াকত হোসেন খোকা এমপি (ঢাকা বিভাগ)’কে নিয়োগ প্রদান করেছেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০ উপ-ধারা ১ (১) ক মোতাবেক এই নিয়োগ প্রদান করা হয়েছে। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে নবম জাতীয় সম্মেলন সফল করার জন্য আট বিভাগে বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি গঠন করেছিলেন। গত ২৮ ডিসেম্বর ২০১৯ জাতীয় পার্টির জাতীয় সম্মেলন সম্পন্ন হওয়ায় বিভাগীয় সাংগঠনিক কমিটি সমূহের কার্যকারিতা না থাকায় কমিটিসমূহ বিলুপ্ত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর