বিকালে খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

বিকালে খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

ডেস্ক প্রতিবেদন : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তার স্বজনরা।

আজ বিকাল ৩টায় স্বজনরা সাক্ষাৎ করতে হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন।

দিদার বলেন, ‘গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা আজ বিকেল তিনটায় সাক্ষাতের অনুমতি পেয়েছেন। সর্বশেষ গত ১৬ই ডিসেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করেছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর