ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০
চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন জাতের ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল এম জাহিদুর রশিদ পিএসসি জানান, ৪ জানুয়ারি দিবাগত রাত সোয়া বারোটায় বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার নালুয়া চা বাগান নামক স্থানে অভিযান চালান বিজিবি ৫৫ ব্যাটালিয়ন গুইবিল ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম। এ সময় বিজিবির আঁচ পেয়ে বহনকারী পালিয়ে গেলে তারা পরিত্যক্ত অবস্থায় ৩২ বোতল বিআর, ৩৯ বোতল কেনাইট রাইডার, ২৯ বোতল হোয়াইট ম্যাজিক, ১০ বোতল ওসি ব্লু মোট ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। যার সীজার মূল্য ১লক্ষ ২৫ হাজার টাকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত মাদকের আইনি প্রক্রিয়া চলছিল।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech