ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০
ডেস্ক প্রতিবেদন : ব্রিটিশ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য থাকছেন না সিংহাসনের ষষ্ঠ উত্তরসূরী প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল। যৌথ বিবৃতিতে রাজপরিবারের ‘সিনিয়র মেম্বার’ হিসেবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তারা। বুধবার (৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে জানান এ সিদ্ধান্ত।
তারা বলেন, রাজপরিবারের বাইরে গিয়ে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে এখন থেকে সাধারণ মানুষের মতোই কাজ করবেন তারা। এজন্য বছরের কিছু সময় যুক্তরাজ্য ছেড়ে বাস করবেন উত্তর আমেরিকায়। কারণ হিসেবে বলেন, পুত্রসন্তান আর্চিকে রাজপরিবারের সংস্কৃতি মেনে বড় করলেও একইসাথে জীবনের নানা দিকের সাথে পরিচয় করাতে চান তারা।
রাজপরিবারের সাথে দূরত্ব বাড়লেও অবশ্য দাদী রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার কথাও জানিয়েছেন এ দম্পতি। সিদ্ধান্ত কার্যকর হলে ব্রিটিশ রাজপরিবারের প্রথম সারির সদস্য হিসেবে মর্যাদা হারাবেন তারা। হ্যারি-মেগানের সিদ্ধান্তে হতাশা জানিয়ে বিবৃতি দিয়েছে বাকিংহাম প্যালেস।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech