ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০
ডেস্ক প্রতিবেদন : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি পদে পরিবর্তন আসছে। অমিত শাহর স্থানে দলটির নতুন সভাপতি আসছেন। রাজ্যের পাশাপাশি সর্বভারতীয় সভাপতি পদেও এই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আগামী সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উত্তরাধিকারী হিসেবে দলীয় সভাপতি পদে বেছে নেওয়া হতে পারে জেপি নাড্ডাকে।
অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকেই তার জায়গায় নতুন সভাপতি আনার কথা শুরু হয়। কিন্তু তখনই পূর্ণ দায়িত্ব না দিয়ে অমিতকে সভাপতি রেখেই কার্যনির্বাহী সভাপতি করা হয়েছিল জেপি নাড্ডাকে। নতুন বছরে রাজ্যে বিজেপির সাংগঠনিক রদবদলের পর এবার সভাপতির পদেও পরিবর্তন আসছে।
রাজনৈতিক মহল মনে করছে, বিজেপিতে নতুন সভাপতি নির্বাচন হবে নির্দিষ্ট দিনক্ষণ মেনেই। অপরদিকে নাড্ডা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে জেপি নাড্ডার নাম। তাকে অমিত শাহর স্থলাভিষিক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।
বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়লাভের পর মোদি সরকারের মন্ত্রিসভায় সুযোগ পান অমিত শাহ। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হন। তারপর ২০১৯-এর জুলাইয়ে নাড্ডাকে দলের কার্যকরী সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ সভাপতির দায়িত্বও সামলাচ্ছিলেন।
২০১৯ সালের সাধারণ নির্বাচনের আগে নাড্ডা রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে বিজেপির নির্বাচনী প্রচারের দায়িত্বে ছিলেন। সেখানে সমাজবাদী পার্টি (এসপি) এবং বহুজন সমাজ পার্টির মহাজোটের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ নিয়েও সাফল্য এনে দিয়েছিলেন। উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৬২টিতেই জয় লাভ করে বিজেপি।
সাধারণ নির্বাচনে বিজেপির হয়ে রাজ্য পরিচালনা করা ছাড়াও নাড্ডা মোদি সরকারের প্রথম মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন এবং বিজেপির সিদ্ধান্ত গ্রহণকারী শীর্ষ সংসদীয় বোর্ডের সদস্যও ছিলেন তিনি। এবার বিজেপির শীর্ষপদে বসতে চলেছেন নাড্ডা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech