টিকটকে ভাইরাল হয়ে সিনেমায় সুযোগ

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

টিকটকে ভাইরাল হয়ে সিনেমায় সুযোগ

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়াতে এখন টিকটিক ভিডিওর জোয়ার চলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে নায়ক নায়িকারও মজেছেন ভিডিও মেকিং অ্যাপ ‘টিকটক’ নিয়ে। জনপ্রিয় কোনো গান কিংবা সংলাপের সঙ্গে অভিনয় করে আলোচনায় এসেছেন অনেকেই। এবার আলোচনায় এক যুবক।

সম্প্রতি ভাইরাল হয়েছেন এমনই এক ড্যান্সার যুবরাজ সিং। যার নাচে মুগ্ধ হয়েছেন বলিউড তারকারাও। এই টিকটক তারকার নাচের ভিডিও দেখে মুগ্ধ হয়ে অভিনেতা হৃতিক রোশান মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘আমার দেখা সেরা ‘স্মুথ ওয়াকার’। কে এই ব্যক্তি?’

অন্যদিকে বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার-নির্মাতা রেমো ডিসুজা তার পরবর্তী সিনেমায় তাকে প্রস্তাব দিয়ে লিখেছেন, ‘ভাইয়া পরবর্তী সিনেমা।’

এছাড়া বলিউডের ‘বিগ বি’খ্যাত তারকা অমিতাভ বচ্চন, অভিনেতা অনুপম খের, সুনীল শেঠি, অভিনেত্রী রাভিনা ট্যান্ডনসহ অনেকেই যুবরাজ সিংয়ের প্রশংসা করছেন। এই টিকটকই বদলে যেতে পারে য্বুরাজের জীবন। সত্যিই রেমো ডিসুজার সিনেমায় তার দেখা মিলবে কী না সেটাই এখন দেখার বিষয়।

সর্বশেষ ২৪ খবর