ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০
ডেস্ক প্রতিবেদন : ইয়েমেনে একটি সেনা প্রশিক্ষণ ক্যাম্পে ইরান সমর্থিত হুতি বাহিনীর হামলায় কমপক্ষে ৬০ সামরিক সদস্য নিহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ওই প্রশিক্ষণ ক্যাম্পের আরও ৩০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন। খবর রয়টার্স ও আলজাজিরার।
আল এখবারিয়া টিভির বরাত দিয়ে শনিবার সন্ধ্যায় সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইয়েমেনের মেরিব শহরে ওই হামলার ঘটনাটি ঘটেছে। ইয়েমেনে মূলত ইরান ও সৌদি আরবের মধ্যে একটি ছায়াযুদ্ধ চলছে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মধ্যপ্রাচ্যের এই বিদ্রোহীগোষ্ঠী ইরান থেকে অস্ত্র ও সমর্থন পেয়ে আসছে বলে অভিযোগ এ জোটের।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech