নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিরীন্দ্র চন্দ্র দাশের পরলোক গমন

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিরীন্দ্র চন্দ্র দাশের পরলোক গমন

নবীগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের পাটলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গিরীন্দ্র চন্দ্র দাশ(৭৫) আর নেই। তিনি গত মঙ্গলবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎাধীন অবস্থায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ মেয়ে ১ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ওই দিনই বিকেলে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। এসময় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, পজীব কর্মকর্তা মোঃ শাকিল আহমদ, এস আই ফখরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে গ্রামের শ্মশানঘাটে তাঁর শেষকৃত্যানুষ্টান সম্পন্ন হয়। মুক্তিযোদ্ধা গিরীন্দ্র চন্দ্র দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলার শাখার সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল। শোক জ্ঞাপনকারীরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ ২৪ খবর