ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, শনিবার সন্ধ্যায় বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ইসহাকপুর গ্রামের বাসিন্দা পৌর কাউন্সিলর খলিলুর রহমান ও আবদুল কাইয়ূম পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবদুল কাইয়ূম (৫০), তাঁর স্ত্রী সাজনা বেগম (৪৫), মেয়ে নাদিয়া বেগম (১৮) ও ছেলে সাইফুল ইসলাম (১২)সহ একই পরিবারের ৪ জন আহত হন।
আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদেরকে মারপিট করে নগদ ২০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে গেছে বলে আহত আবদুল কাইয়ূম অভিযোগ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech