চুনারুঘাটে সড়কের লোড ব্যারিকেড ভেঙ্গে দিয়েছে বালু খেকোরা

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

চুনারুঘাটে সড়কের লোড ব্যারিকেড ভেঙ্গে দিয়েছে বালু খেকোরা

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী- বাসুদেবপুর -রানীগাঁও এলজিইডি রাস্তার সাটিয়াজুরী রেল গেইট সংলগ্ন রাস্তায় দেয়া পাকা গেইট (লোড ব্যারিকেড) ভেঙ্গে দিয়েছে বালু খেকুরা।
২১ ফেব্রুয়ারী শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় অবৈধ বালু ও মাটি খেকুরা এ্যাস্কেবেটর দিয়ে ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় প্রভাবশালী কিছু লোক করাঙ্গী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ট্রাক দিয়ে নিতে না পারায় রাতের আধারে ভেঙ্গে দিয়েছে বলে এলাকাবাসী জানায়। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা প্রকৌশলী জানান, তিনি লোক পাটিয়ে দেখে ব্যবস্থা নিবেন।

সর্বশেষ ২৪ খবর