জগন্নাথপুরে কামাল উদ্দিনকে অভিনন্দন ও সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮

জগন্নাথপুরে কামাল উদ্দিনকে অভিনন্দন ও সংবর্ধনা প্রদান

জগন্নাথপুর প্রতিনিধি
জাতীয় পর্যায়ে মাদার তেরেসা রত্ম এ্যাওয়ার্ড প্রাপ্ত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক পৌর কমিশনার কামাল উদ্দিনকে আওয়ামী লীগ নেতৃবৃন্দের অভিনন্দন ও জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার দলীয় কার্যালয়ে কামাল উদ্দিনকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সৈয়দ আবুল কাশেম, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে পৃথকভাবে কামাল উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়।

ফুটবলার সুহিন আহমদ দুদুর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এ্যাওয়ার্ড প্রাপ্ত কামাল উদ্দিন। বক্তব্য রাখেন, ফুটবলার ফারুক কামালী, আকমল হোসেন ভূইয়া, হাসান আদিল, মনির আহমদ, দিলোয়ার হোসেন, সামিনুর, সেজু, সিপন, সালমান, জুয়েল হোসেন প্রমূখ।

এ সময় উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, সহ-সম্পাদক রমজান আলী ছানা, যুবলীগ নেতা কামরুল বক্স, ইউনুছ মিয়া, কবির, আবদুল আহাদ, আবদুস সালাম, মুহিবুর, আবুল কালাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর