বাগদানের সেই আংটি এখন থানায়

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

বাগদানের সেই আংটি এখন থানায়

নবীগঞ্জ প্রতিনিধি : কনের হাতে আংটি পরিয়ে ছেলের বিয়ের কথা পাকা করতে যাচ্ছিলেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আব্বাছ উদ্দিন। কিন্তু সেই আংটি আর পরানো হয়নি। গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় বাবা-ছেলেসহ ১০জন নিহত হন। নিহত আব্বাছ উদ্দিনের পকেট থেকে বাগদানের সেই সোনার আংটি উদ্ধার করা হয়েছে। আংটিটি বর্তমানে হাইওয়ে থানায় রয়েছে।

শুক্রবার সকালে একটি মাইক্রোবাসে সুনামগঞ্জের দিরাইয়ে পাত্রী দেখতে যাওয়ার পথে নবীগঞ্জের কান্দিগাঁও এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই আট জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও দুই জন। দুর্ঘটনায় গুরুতর আহত চার জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার শিকার সেই মাইক্রোবাস

নিহতের আত্মীয়-স্বজনদের বরাত দিয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া জানান, ‘দুর্ঘটনাস্থলেই মারা যান আব্বাছ উদ্দিন, তার ছেলে ও বর ইমন, তার ছোট ভাই রাব্বি। নিহত আব্বাছ উদ্দিনের পকেট থেকে পাত্রীর জন্য নিয়ে যাওয়ার স্বর্নের আংটি উদ্ধার করা হয়। আংটিটি বর্তমানে হাইওয়ে থানায় রয়েছে।’ মাইক্রোবাস দুর্ঘটনায় নিহতদের লাশ স্থানীয় বাসিন্দা রহমত আলী জানান, ‘খুব মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটলো। আমরা এমন মৃত্যু চাই না। গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে আসার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল জানান, নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।

সর্বশেষ ২৪ খবর