ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : মৃত্যুর ২৩ দিন পর অবশেষে দেশে ফিরেছে হবিগঞ্জের দুই লেবানন প্রবাসী আব্দুল্লাহ মিয়া ও মোজাম্মেল মিয়ার লাশ। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে লাশ দুটি বিমানের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মোজাম্মেল মিয়ার বড়ভাই জাফর উদ্দিন।
তিনি বলেন-‘রাত সাড়ে ১২টার দিকে লাশ বিমানবন্দরে পৌঁছায়। পরে আমরা লাশ দুটি বিমানবন্দর থেকে গ্রহণ করি।’
তিনি আরও বলেন- ‘লাশগুলো আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হয়েছে। আমার ভাইয়ের কফিল (মালিক) লাশ দুটি পাঠানোর সম্পূর্ণ ব্যবস্থা করেন।’
শনিবার দুপুরে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, প্রায় আড়াই বছর আগে জীবিকার তাগিদে লেবানন যান হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫)। এরপর তিনি লেবাননের ‘শুর’ জেলার দূর্গম ‘হারিফ’গ্রামের লায়লা ইব্রাহীমের বাড়িতে কেয়ারটেকারের কাজ নেন।
৬ মাস পর সেখানে যোগদেন একই গ্রামের আফসার উদ্দিনের ছেলে মোজাম্মেল মিয়া (২২)। আব্দুল্লাহ মিয়া ও মোজাম্মেল মিয়া সম্পর্কে চাচা-ভাতিজা হওয়ায় সেখানে একই রুমে থাকতেন তারা। গত ১১ ফেব্রুয়ারি দিবাগত রাতে খাবার শেষে শীত নিবারনের জন্য দরজা-জানালা বন্ধ করে একটি স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন তারা।
পরদিন বুধবার দুপুরে তাদের রুমের দরজা বন্ধ পেয়ে সন্দেহপ্রবণ হয়ে উঠেন বাড়ির মালিক। বিকালে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে রুম থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর পুলিশ নিশ্চিত হয়েছে অক্সিজেনের অভাব ও কয়লার কালো ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়েই মৃত্যু হয় তাদের। মৃত প্রবাসী শ্রমিক আব্দুল্লাহ মিয়া দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক এবং মোজাম্মেল মিয়া অবিবাহিত।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech