সরকারি জমি থেকে মাটি তোলায় হবিগঞ্জে অর্থদণ্ড

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

সরকারি জমি থেকে মাটি তোলায় হবিগঞ্জে অর্থদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি : সরকারি জমি থেকে বিনা অনুমতিতে মাটি উত্তোলন করার অপরাধে বানিয়াচংয়ে রিপন মিয়া নামে এক যুবককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা সদরের ৫/৬নং বাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার বানিয়াচং উপজেলা সদরের ৫/৬নং বাজার সংলগ্ন সরকারি জমি থেকে মাটি কেটে ট্রাকে তুলছিলেন রিপন মিয়া। সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান সেখানে অভিযান চালান। হাতনাতে রিপনকে ধরার পর ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করা হয়। অবৈধ উপায়ে মাটি উত্তোলন ও পরিবহনের অপরাধে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। জরিমানা পরিশোধের পর তাকে মুক্তি দেয়া হয়। রিপন বানিয়াচং উপজেলার রতনপুর গ্রামের দিলাল মিয়ার পুত্র।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান বলেন, ‘অনুমতি ছাড়া সরকারি ভূমি থেকে মাটি উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এ ধরণের ঘটনা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ ২৪ খবর