শায়েস্তাগঞ্জে ট্রেন লাইনচ্যুত, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

শায়েস্তাগঞ্জে ট্রেন লাইনচ্যুত, দুর্ভোগে যাত্রীরা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনে সিলেটগামী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এতে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ স্টেশনের কর্তব্যরত মাস্টার সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী ৯ নং সুরমা মেইল ট্রেনটি মাধবপুরের মনতলা স্টেশনে পৌঁছলে ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে সেখানে আটকা পড়ে। এতে শায়েস্তাগঞ্জসহ এ রেলপথের অন্যান্য স্টেশনে শতশত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নারী ও শিশুরা বেশি দুর্ভোগে পোহাচ্ছেন।

সর্বশেষ ২৪ খবর