মাস্কের দাম বেশী নেয়া ও অন্যান্য অভিযোগে হবিগঞ্জে ৪ জনকে জরিমানা

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

মাস্কের দাম বেশী নেয়া ও অন্যান্য অভিযোগে হবিগঞ্জে ৪ জনকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসকে কেন্দ্র করে ফেস মাস্কের দাম অব্যাহতভাবে বৃদ্ধি করেছেন ব্যবসায়ীরা।
ওই সমস্ত অসাধু ব্যবসায়ী ও বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের পরিস্কার পরিচ্ছনতার আওতায় আনতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে বানিয়াচংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খন্দকার ও সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান।
মঙ্গলবার (১০ মার্চ ২০২০) বিকালে স্থানীয় বড়বাজারে বানিয়াচং থানা পুলিশ ও সাধারণ মানুষের সহায়তায় উক্ত মোবাইল কোর্ট পরিচালনার সময় ২ কাপড়ের ব্যবসায়ী ও দুই মুদি ব্যবসায়ীকে সাড়ে ৪ হাজার টাকা অর্থদন্ড দেন ইউএনও এবং এসিল্যান্ডের পৃথক আদালত।
এসময় বিভিন্ন ফার্মেসীসহ অন্যান্য ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন মেনে চলার নির্দেশনাসহ বাজার পরিস্কার পরিচ্ছন্ন নিশ্চত করার তাগিদ দেয়া হয়।

সর্বশেষ ২৪ খবর