ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসকে কেন্দ্র করে ফেস মাস্কের দাম অব্যাহতভাবে বৃদ্ধি করেছেন ব্যবসায়ীরা।
ওই সমস্ত অসাধু ব্যবসায়ী ও বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের পরিস্কার পরিচ্ছনতার আওতায় আনতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে বানিয়াচংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খন্দকার ও সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান।
মঙ্গলবার (১০ মার্চ ২০২০) বিকালে স্থানীয় বড়বাজারে বানিয়াচং থানা পুলিশ ও সাধারণ মানুষের সহায়তায় উক্ত মোবাইল কোর্ট পরিচালনার সময় ২ কাপড়ের ব্যবসায়ী ও দুই মুদি ব্যবসায়ীকে সাড়ে ৪ হাজার টাকা অর্থদন্ড দেন ইউএনও এবং এসিল্যান্ডের পৃথক আদালত।
এসময় বিভিন্ন ফার্মেসীসহ অন্যান্য ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন মেনে চলার নির্দেশনাসহ বাজার পরিস্কার পরিচ্ছন্ন নিশ্চত করার তাগিদ দেয়া হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech