ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০
মাধবপুর প্রতিনিধি : খেলা বন্ধ করতে গিয়ে নিজ পিস্তলের মিস ফায়ারে গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্যের নাম শাহিন আহমেদ।
ঘটনাটি আজ বুধবার বেলা ১টার দিকে হবিগঞ্জের মাধবপুর পজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘটে।
চৌমুহনী ইউনিয়নের গ্রাম পুলিশ রফিক মিয়া জানান, করোনার মধ্যেই উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বেশ কিছুদিন যাবত এলাকার ছেলেরা খেলাধুলা করছিল।
তাদের খেলাধুলা বন্ধ করতে প্রথমে গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দপ্তরি গিয়ে নিষেধ করেন। কিন্তু তারা নিষেধ উপেক্ষা করে খেলাধুলা করতে থাকে। পরে গ্রাম পুলিশ রফিক গিয়ে বাধা দেয় কিন্তু তারা বাধা শুনেনি।
বুধবার দুপুরে ফাঁড়ির এএসআই শাহিন আহমেদ একজন পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে গিয়ে ছেলে গুলোকে খেলতে নিষেধ করে।
তখন এক যুবকের নেতৃত্বে কিছু ছেলে এএসআই শাহিনের উপর ক্ষিপ্ত হয়। তাদের কাছ থেকে নিজেকে রক্ষা করতে শাহিন পিস্তল বের করার সময় মিস ফায়ার হয়।
এতে এএসআই শাহিন নিজেই পায়ে গুলিবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন জানান, এএসআই শাহিন নিয়মিত ডিউটি করার সময় মোটর সাইকেল থেকে নেমে পিস্তল বের করার সময় মিস ফায়ার হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech