জগন্নাথপুরে সংঘর্ষে আহত ৩

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮

জগন্নাথপুরে সংঘর্ষে আহত ৩

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার গরু চুরি নিয়ে জয়নগর গ্রামের ফুলকাছ মিয়া ও আলী আহমদের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ফুলকাছ পক্ষের সালমান শাহ(১৬), আবদুল বাছিত(১৫) ও জিয়াউর রহমান(১৮) আহত হন।

আহতদের মধ্যে ২ জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর