দিরাইয়ে জলমহাল দখল নিয়ে শাসক দলের সংঘর্ষ : যুবলীগ নেতা খুন

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮

দিরাইয়ে জলমহাল দখল নিয়ে শাসক দলের সংঘর্ষ : যুবলীগ নেতা খুন

নিজস্ব প্রতিবেদন
সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখল নিয়ে শাসকদলের দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত লোক। বুধবার দুপুরে উপজেলার ভাটিপাড়ার ইছাবরের কান্দার জলমহালে এ সংঘর্ষ হয়। নিহত আনোয়ার কাজী (৬৫) ওই গ্রামের মৃত আব্দুল আওয়াল কাজীর পুত্র। এ ঘটনায় বশির কাজী নামের একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সংবাদ সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার কাজীর মধ্যে ইছাবরের কান্দার জলমহালের (ডোবা) দকল নিয়ে বিরোধ চলে আসছিলো। বুধবার বেলা সাড়ে ১২টায় জলমহাল দখল নিয়ে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে সানোয়ার কাজীর বড় ভাই যুবরীগ নেতা আনোয়র কাজী (৬৫) নিহত হন। আর স্বাধীন কাজী, সানোয়ার কাজী, রুহুল আমিন কাজী, হিরো কাজী ও পাকুল কাজীসহ উভয় পরে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর