ভোটের সর্ষেফুল দেখছেন প্রতিমন্ত্রী মান্নান

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৮

ভোটের সর্ষেফুল দেখছেন প্রতিমন্ত্রী মান্নান

ডেস্ক প্রতিবেদন
আগামী একাদশ সংসদ নির্বাচন নিয়ে জটিল পরিস্থিতিতে রয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন ‘কয়েকদিন পরেই একটা নির্বাচন। এই নির্বাচন কিভাবে মোকাবিলা করবো সেটা নিয়েই বেশি চিন্তিত। কাজেই মাথায় যেটুক জায়গা আছে এই মুহূর্তে নির্বাচন নিয়ে টগবগ করছে। আমি খালি সর্ষের ফুল দেখছি, ভোটের সর্ষে ফুল।’

শনিবার দুপুরে সোনারগাঁও হোটেলে আইপিডিসির সহযোগিতায় বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশে সাপ্লাই চেইন ব্যবস্থাপনার প্রতিকূলতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এম এ মান্নান সুনামগঞ্জ-৩ আসনের এমপি। একাদশ জাতীয় নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন চেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। এছাড়া ছিলেন বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপরে নির্বাহী পরিচালক কাজী মো. আমিনুল ইসলাম ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
প্রতিমন্ত্রী উপস্থিত সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘কি জানি কি হয়, জানি না। তবে ভালো কিছু যেন হয় সেই দোয়া করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর