ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮
জগন্নাথপুর প্রতিনিধি
দীর্ঘ ১৯ মাস নিখোঁজের পর সুনামগঞ্জের জন্নাথাপুর উপজেলা সদরের পৌর এলাকার বাসিন্দা লন্ডন প্রবাসী আব্দুল গফুরের লাশের সন্ধান পাওয়া গেছে। রোববার সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামটিলায় লাশের সন্ধান পাওয়া যায়। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩জনকে আটক ও লাশ উত্তোলনের জন্য আদালতের অনুমতি চেয়ে আবেদন করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী আব্দুল গফুর ২০১৭ সালে দেশে আসেন। এরপর ওই বছরের ৮ মে সিলেট নগরের দরগা এলাকার রাজরানী হোটেলে অবস্থানকালে পরিচয় হয় জৈন্তাপুর উপজেলাধীন সাইট্রাস গবেষণা কেন্দ্রের অফিস সহায়ক আবুল কালামের সাথে। এরপর থেকে প্রবাসি আব্দুল গফুর নিখোঁজ হন।
এদিকে, দেশে আসার পর আব্দুল গফুর এর খোঁজ খবর না পেয়ে সম্ভ্যাব্য সকল স্থানে সন্ধান চালান স্বজনরা। একপর্যায়ে গফুরের ভাতিজা লাল মিয়া একটি মোবাইল নাম্বার উল্লেখ করে জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরী করেন। জিডি নং ১০২১, তারিখ ২৬/১০/২০১৭ইং।
এ ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্তে নামেন জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান। তিনি তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চেষ্টা চালিয়ে যান এবং এক পর্যায়ে ঘটনার রহস্য উদঘাটন করতে সম হন। হাবিবুর রহমান জানান, ঘটনার দিন ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করেছিলেন প্রবাসি আব্দুল গফুর।
রোববার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের সহায়তায় জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান জৈন্তাপুর উপজেলার নিজপাটে অভিযান পরিচালনা করে ৩জনকে আটক করেন।
আটককৃতরা হলো- উপজেলার সাইট্রাস গবেষনা কেন্দ্রের অফিস সহায়ক সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর সদর বাণগাঁও উত্তরপাড়া গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে আবুল কালাম আজাদ(৫২), তার জামাতা জৈন্তাপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার শিক, কুমিল্লা জেলার হোমনা থানার দত্তের কান্দি গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে আনোয়ার হোসেন(৩০), জৈন্তাপুর উপজেলার নিজপাট মোকামটিলা গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ জুনাব আলী (৪২)।
পুলিশি জিজ্ঞাসাদে আটককৃতরা লন্ডন প্রবাসী আব্দুল গফুরকে হত্যার কথা স্বীকার করে এবং মাটি চাঁপা দেওয়ার স্থান পুলিশকে দেখিয়ে দেয়। পুলিশ স্থানটি লাল পতাকা পুথে চিহ্নিত করে রাখে এবং পাহারাদার নিযুক্ত করে। তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক পুলিশ সিলেট নগরের দরগা মহল্লাস্থ হোটেল রাজরানী হতে নিহত আব্দুল গফুরের ব্যাগ উদ্ধার এবং আবুল কালামের বাড়ী থেকে প্রবাসীর পাসপোর্ট উদ্ধার করেছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান জানান, মর্মান্তিক ও হৃদয়বিদারক এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং মূলহোতাদের আটক করতে সম হয়েছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে টাকার লোভে প্রবাসীকে হত্যা করে লাশ জৈন্তাপুর উপজেলার মোকামটিলায় মাটিচাঁপা দেওয়া হয়। আদালতের নির্দেশ পেলে আমরা লাশ উত্তোলন করব।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির বলেন, ঘটনার কারণ এবং মূলরহস্য উদঘাটনের জৈন্তাপুর ও জগন্নাথপুর থানা পুলিশ ব্যাপক অনুসন্ধান চালায়। ইতোমধ্যে রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা-সহ অইনগত পদপে গ্রহনের পাশাপশি অন্যান্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আদালতের নির্দেশ পেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech