ভুলত্রুটি ক্ষমা করে আবারো সেবা করার সুযোগ দিন : প্রতিমন্ত্রী মান্নান

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮

ভুলত্রুটি ক্ষমা করে আবারো সেবা করার সুযোগ দিন : প্রতিমন্ত্রী মান্নান

জগন্নাথপুর প্রতিনিধি
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের তারুণ্যে ভাসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমার ভুলত্রুটি ক্ষমা করে নৌকার বিজয় নিশ্চিত করে আবারো আমাকে জনসেবা করার সুযোগ দিন।

বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল। বিশেষ অতিথির বক্তব্য জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বিশেষ বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, নুরুল ইসলাম বজলু, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, সদস্য সবুজ কান্তি দাশ।

জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, এম ফজরুল ইসলাম, সাইফুর রহমান রিপন, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, ফারুক মিয়া, যুগ্ম-সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, ইউনিয়ন যুবলীগের মমরাজ হোসেন, আবদুল আহাদ, মুহিবুর রহমান, আবদুল আহাদ দুলন, সুজাত মিয়া, রাজিব তালুকদার, সৈয়দ আকবর আলী, জাবির আহমদ, কয়ছর রশীদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া প্রমূখ।

এ সময় উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, মৎস্যজীবি লীগের সভাপতি আরাফাত মিয়া, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, সহ-দপ্তর সম্পাদক মামুন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসকাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, আজহারুল হক ভূইয়া শিশু, হুমায়ূন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো জনতা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রীকে নৌকা প্রতীক উপহার দেয়া হয়।

সভায় প্রধান বক্তার বক্তব্যে খায়রুল হুদা চপল সামাদপুত্র আজিজুস সামাদ ডনের প্রতি আহবান জানিয়ে বলেন, নৌকার বিজয় নিশ্চিতের লক্ষে নেতাকর্মীদের নিয়ে কাজ করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর