ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার সারা দেশের ন্যায় নিসচা’র রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রেসকাব সাধারণ সম্পাদক, গ্রাম বাংলার খবর সম্পাদক ও দৈনিক বিজয়ের কণ্ঠ’র জগন্নাথপুর প্রতিনিধি মো.শাহজাহান মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইংলিশ সেন্টার জহিরস্ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক জাহিরুল ইসলাম জহির ও ডা. মতিউর রহমান।
নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, যুগ্ম-সম্পাদক জয়নুল হক জয়, যুগ্ম-সম্পাদক আনহার মিয়া, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম শাহীন, সাংবাদিক ফজলুর রহমান, জাহির আলী, উপজেলা সন্তান কমান্ড নেতা আজিজ মিয়া, ব্যবসায়ী সাজু মিয়া, শেখ সুমন, আলী আহমদ, রুবেল আহমদ, আতাউর রহমান প্রমূখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিসচার যুব সম্পাদক জালাল হোসেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech