ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩
সুনামগঞ্জ সংবাদদাতা
স্বামীর সাথে ঝগড়া করে তিন সন্তান নিয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন যমুনা বেগম (৩৫) নামের এক গৃহবধূ। এ ঘটনায় তিনি বেঁচে গেলেও তার তিন সন্তানই মারা গেছে। তবে, আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত ৩ শিশুরা হলো- ওই গ্রামের জাহাঙ্গীরের ছেলে শাহেদ(৫), তামজিদ(১৩) ও মেয়ে সাকিবা(১৪)।
ফেনারবাক ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ফেনারবাক গ্রামের বাসিন্দা একলিমুর রাজা চৌধুরী বলেন, জাহাঙ্গীর আলম (৪০) পেশায় জেলে। হাওরে মাছ ধরেন এবং মাছের ব্যবসা করে সংসার চালান। পারিবারিক কলহ ছিল স্বামী-স্ত্রীর মধ্যে। শনিবার সন্ধ্যায় জাহাঙ্গীর আলম বাড়িতে আসার পর তাঁদের মধ্যে ঝগড়া হয়। এরপর রাতে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে আবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে একপর্যায়ে যমুনা বেগম তিন সন্তানকে নিয়ে ঘরের ভেতর কীটনাশক পান করেন। শিশুদের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে বিষয়টি বুঝতে পেরে তাঁদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ার পর তাঁদের পাঠানো হয় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম জানান- কীটনাশক পানে ৩ সন্তানের মৃত্যু হয়েছে। মায়ের অবস্থাও আশঙ্কাজনক, তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জেনেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিন শিশুর লাশ জেলা সদর হাসপাতালের মর্গে আছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech