ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮
দোয়ারাবাজার সংবাদদাতা
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, গত দুই নির্বাচন ছিল ভোটারবিহীন নির্বাচন। জনগণের ভোট ছাড়াই প্রতিনিধি হয়েছেন নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিক। কিন্তু বিগত দশ বছরে ছাতক দোয়ারাবাজার এলাকায় কোন ধরনের উন্নয়ন হয়নি, জনগণের আশা আকাঙ্খার কোন কিছুই বাস্তবায়ন হয়নি। অবৈধ জনপ্রতিনিধি দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব নয় তিনি তা প্রমাণ করেছেন। এ এলাকার যা উন্নয়ন হয়েছে তা হয়েছে বিএনপির সাবেক জনপ্রতিনিধি কলিম উদ্দিন মিলনের আমলে। ছাতক দোয়ারাবাজার এলাকাবাসী আবারো তাদের উন্নয়নের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করবে এই আশা রাখি।
তিনি বৃহস্পতিবার বেলা ২টায় দোয়ারাবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জনসভায় বক্তব্য রাখেন- দোয়ারাবাজার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা সেচ্চাসেবক দলের সভাপতি এরশাদুর রহমান মেম¦ারসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল এর নেতৃবৃন্দ।
এসময় মিজানুর রহমান চৌধুরী আরো বলেন, ধানের শীষ প্রতীককে জনগণের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার মত কিছু নেই। বিএনপির উন্নয়ন কাজের বর্ণনাও নতুন করে দেয়ার মত কিছু নেই, জনগণ তা নিজের চোখেই দেখেছেন। দেশ আজ কঠিন সময় অতিক্রম করছে। দেশে কোন আইনের শাসন নেই, জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই, তাই দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আজ থেকেই কাজ করতে হবে। আমি কথা দিচ্ছি আমি আপনাদের সাথে এক হয়ে কাজ করব। আজকের এই জনস্রোত দেখে বুঝা যাচ্ছে আগামী ৩০ তারিখের নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের ছাতক দোয়ারাবাজার এলাকায় আমাদের নেতা কর্মীদের মধ্যে ভেদাভেদ বা মনমালিন্য নেই, আমরা ঐক্যবদ্ধ। আগামী ৩০ তারিখের নির্বাচনে বিএনপির আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে নেত্রীকে মুক্ত করতে হবে, আর এজন্য আমাদের সকলকে ত্যাগ স্বীকার করে এক হয়ে কাজ করতে হবে।
এর আগে সকালে দোয়ারাবাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এতে দোয়ারাবাজার উপজেলা বিএনপির শামসুল হক নমুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাষ্টারের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন মিজানুর রহমান চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপি নেতা শাহজাহান মাষ্টার চেয়ারম্যান. উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল মিয়া, খুরশেদ আলম, এখলাছুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য দোয়ারা সদর ইউপি চেয়ারম্যান আলহ্বাজ আব্দুল বারী, মান্নারগাও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, হারুনুর রশিদ, এইচ এম কামাল, জাকির হোসেন, আব্দুল হক, মনিরুল ইসলাম বাপন, আফিকুল ইসলাম, তাইবুর রহমান প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech