ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষ দিয়ে বিলের মাছ নিধনের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে হামহামিয়া (কুড়) নামক বিলে।
জানাগেছে, ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিলের ইজারাদার উপেন্দ্র দাসের লোকজন বিলে বিষ ঢেলে দেয়। কিছুক্ষণ পরে বিলের সকল ছোট-বড় মাছ মরে ভেসে উঠে। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা ভেসে উঠা প্রায় এক গাড়ি মাছ জব্দ করেন।
সরজমিনে স্থানীয় ইউপি সদস্য রনধীর কান্তি দাস রান্টু, আকিক মিয়া, ময়না মিয়া, ছালিক মিয়াসহ স্থানীয়রা বলেন, এসব বিষাক্ত মাছ মানুষ খেলে রোগাক্রান্ত হতে পারেন। এছাড়া এভাবে বিষ দিয়ে বিলের তলদেশের মাছ নিধন করা সরকারিভাবে নিষিদ্ধ। এরপরও গায়ের জোরে তারা বিষ দিয়ে মাছ নিধন করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে ইজারাদার উপেন্দ্র দাসের ভাই পরিমল দাস বিষ দিয়ে মাছ নিধনের সত্যতা স্বীকার করে বলেন, আমরা প্রতি বছর এভাবেই মাছ ধরে থাকি।
এব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জব্দকৃত বিষাক্ত মাছগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুটকির জন্য অন্যত্র বিক্রি করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech