ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪
ছাতক প্রতিনিধি
সাবেক মন্ত্রী এম এ মান্নান, রাশেদ খান মেনন, শিক্ষামন্ত্রী দিপু মনি ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের সহযোগি আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আইয়ুব করম আলীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের বৈষম্য বিরোধি ছাত্র জনতা।
বৃহস্পতিবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জে সিলেট-সুনামগঞ্জ সড়কের ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী বিশাল এ মানববন্ধন অনুষ্টিত হয়।
কলেজ ছাত্র জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও মতিউর রহমানের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ ছাত্র পারভেজ আহমদ, সাব্বির আহমদ, মিয়া মোহাম্মদ ছাদ, আল ইমরান আবির, নাছিম আহমদ এনাম, এ. এইচ. নাইম, মাসুম আহমদ, সুবেগ আহমদ, সিফাত আহমদ, মাসুম আহমদ, সিফাত আহমদ, মাসুম আহমদ, ইমন রহমান, মির্জা ফয়ছল, রাজু আহমদ, হাসান আহমদ, এস আর তনিম সুভ, উপজেলা সমন্বয়কারি, মাহবুর জুবায়ের, সুনামগঞ্জ জেলা সম্বনয়কারি সাইফুদ্দীন, উপজেলা ছাত্রদলের সভাপতি মাহবুর রহমান প্রমখু।
বক্তারা বলেন সাবেক মন্ত্রী এম এ মান্নান, রাশেদ খান মেনন, শিক্ষামন্ত্রী দিপু মনি ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের প্রধান সহযোগি আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আইয়ুব করম আলীকে ছাতক উপজেলায় তাকে অবাঞ্চিত ঘোঘণা করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোনের ফসল অন্তর্বর্তী সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে নানা অপ-প্রচার করে আসছে। ভুয়া নেতা সেজে বিভিন্ন দপ্তরে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করেন আওয়ামী লীগের দালাল আইয়ুব করম আলী। তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে সিলেট সুনামগঞ্জ জেলাকে অচল করে দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন।
মানববন্ধন শেষে ইউএনও বরাবর স্মারক লিপি দায়ের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার পক্ষে ইমদাদুর রহমান ইমন, মাহবুবুর রহমান রাহী, আবুল ফজল, তাহমিদ শাফি, আব্দুর রাজ্জাক সায়মন, জয়নাল উদ্দিন।
সুত্র জানায়,গত ১ ডিসেম্বর রাতে আইয়ুব করম আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহি উদ্দিনকে তার মোবাইল থেকে ফোন করে কলেজের অ্যাডহক কমিটির তালিকা চেয়েছে। তাকে কলেজের অ্যাডহক কমিটি সদস্যদের নাম তালিকা কাগজ না দেয়ায় ঘটনায় ক্ষোভে কলেজের অ্যাডহক কমিটির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। জারিকৃত প্রজ্ঞাপন নতুন করে প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে। সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে একজন শিক্ষক মনোনয়ন পাবে। অভিভাবক প্রতিনিধি হিসেবে উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন অভিভাবক মনোনীত হবে। সদস্যসচিব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (পদাধিকার বলে) থাকবে। তার নামের তালিকা দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য চাপ দিয়ে ব্যর্থ হয়ে মিথ্যা নাটক সাজিয়ে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা। এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহি উদ্দিন।
এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা হচ্ছে আইয়ুব করম আলী, কলেজের অ্যাডহক কমিটিতে আওয়ামী লীগ নাম অর্ন্তভূক্ত করতে তালিকা দেয়। এসময় অধ্যক্ষ অ্যাডহক কমিটির তালিকা আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কথা জানান। তার আগেই আমরা পাঁচ সদস্যের অ্যাডহক কমিটির নাম পাঠিয়েছি। এখন আর নাম পাঠানোর সুযোগ নেই। আজকে আবার নাম পাঠাতে চাপ দেন আওয়ামী লীগ নেতা। এঘটনার প্রতিবাদে আজ গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট শিক্ষাথীদের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech