পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে হাওর উন্নয়ন পরিষদের সংবর্ধনা

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে হাওর উন্নয়ন পরিষদের সংবর্ধনা

ডেস্ক প্রতিবেদন
সুনামগঞ্জ-৩ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য এম এ মান্নান পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বারের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, হাওর উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মানবতাবাদী মনোরঞ্জন তালুকদার, সিলেট প্রেসকাবের সহ-সভাপতি এম এ হান্নান, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ভাটি বাংলা উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জিত বর্মণ, সম্মিলিত নাগরিক পরিষদ (সনাপ) সিলেটের সভাপতি মো. বেলাল উদ্দিন, হাওর উন্নয়ন পরিষদের সহ-সভাপতি এনামুল হক লিলু, সাধারণ সম্পাদক খালেদ মিয়া, যুব উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক হুসেইন মুহাম্মদ রাজন, হাওর উন্নয়ন পরিষদেও যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মামুন চৌধুরী, বাদল পুরকায়স্থ, বদরুল আলম, হাজী আনা মিয়া হাজারী, সুফি মিয়া, অধ্যাপক মাহবুবুর রউফ নয়ন, হুসায়ুন রশিদ শাহীন প্রমুখ।

এছাড়াও সিলেট নগরে অবস্থানরত সুনামগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পরিকল্পনামন্ত্রী ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়।

পরিকল্পনামন্ত্রী তার বক্তব্যে বলেন, সুনামগঞ্জ জেলার উন্নয়নে আমি সর্বদা আন্তরিকতার সাথে কাজ করবো। হাওর রক্ষা বাঁধ যাতে সময়মত সম্পন্ন হয় এজন্য তিনি সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতি আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর