জগন্নাথপুরে জুয়াড়িসহ গ্রেফতার ৮

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯

জগন্নাথপুরে জুয়াড়িসহ গ্রেফতার ৮

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে জুয়াড়িসহ ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানার এসআই লুৎফুর রহমান ও সঙ্গীয় এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ দল উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়িকে গ্রেফতার করেন।

এছাড়া পৃথক অভিযানে অন্য মামলার আরো ১ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত বাতির উল্লার ছেলে আনছার মিয়া, নারিকেল তলা গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন, জগদিশপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে রেনু মিয়া, ঘোষগাঁও বলাইনগর গ্রামের আদম আলীর ছেলে আমির উদ্দিন, বাগময়না গ্রামের মৃত মহিম উদ্দিনের ছেলে জুয়েল মিয়া, ইছগাঁও গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে আবু মিয়া ও ছাতক থানার কচুরকান্দি গ্রামের মৃত নজরত আলীর ছেলে সিদ্দিক আলী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর