ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯

ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতি শিার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

বিদ্যালয়ের প্রধান শিক মোঃ মঈনুল হুসেন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাতক উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আবেদা আফসারী, সহকারী কমিশনার (ভূমি)সোনিয়া সুলতানা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি শামিম আহমদ চৌধুরী প্রমুখ।

অতিথিবৃন্দ কৃতি শিার্থীদের মধ্যে ল্যাপটপ ও ট্যাব বিতরণ করেন এবং তাদের আগামীর সুন্দর ভবিষ্যত কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর