জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ৩ লক্ষ টাকার ক্ষতি

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ৩ লক্ষ টাকার ক্ষতি

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ২টি দোকান পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর সদর বাজারে।

ক্ষতিগ্রস্তরা জানান, ২৯ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯টার দিকে জগন্নাথপুর পৌর সদর বাজারের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুনের লেলিহান শিখা অপর একটি দোকানে ছড়িয়ে পড়লে চারদিকে আতঙ্ক দেখা দেয়। উপস্থিত জনতা প্রাণপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ফার্মেসী ও টেইলারিংসহ ২টি দোকান পুড়ে গিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তারা বলেন, পুড়ে যাওয়া দোকানগুলোর চালে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিং থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে। তবে এর আগেই স্থানীয় জনতার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর