জগন্নাথপুরে নতুন ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

জগন্নাথপুরে নতুন ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। জগন্নাথপুর নির্বাচন অফিস সূত্র জানায়, বিগত ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে তালিকাভূক্ত নতুন ভোটারদের মধ্যে ৩০ জানুয়ারি বুধবার থেকে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হচ্ছে।

পরিচয়পত্র বিতরণের সুবিধার্থে জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে ভাগ করা হয়েছে। নির্দিষ্ট তারিখে পূর্বে দেয়া ভোটার নিবন্ধন স্লিপ জমা দিয়ে নিজ নিজ ইউনিয়ন ও পৌরসভা থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা যাবে।

জানাযায়, ৩০ জানুয়ারি উপজেলার কলকলিয়া ইউনিয়ন, ৩১ জানুয়ারি চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন, ২ ফেব্রুয়ারি পাটলি ইউনিয়ন, ৩ ফেব্রুয়ারি মিরপুর ইউনিয়ন, ৪ ফেব্রুয়ারি সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন, ৫ ফেব্রুয়ারি আশারকান্দি ইউনিয়ন, ৬ ফেব্রুয়ারি রাণীগঞ্জ ইউনিয়ন, ৭ ফেব্রুয়ারি পাইলগাঁও ইউনিয়ন ও ৯ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌরসভা থেকে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

তবে নির্দিষ্ট তারিখের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভা থেকে সংগ্রহ করা সম্ভব না হলে পরবর্তীতে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর