জগন্নাথপুরে ২ পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

জগন্নাথপুরে ২ পলাতক আসামি গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত ২ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২৯ জানুয়ারি মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, জগন্নাথপুর উপজেলার কদমতলা গ্রামের আবদুল হকের ছেলে সাইদুর রহমান ওরফে সাদ্দাম ও জয়নগর গ্রামের তালেব উদ্দিনের ছেলে সুহিন হাসান সুহেল।

জানাগেছে, ২৯ জানুয়ারি মঙ্গলবার জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানার এসআই লুৎফুর রহমান ও এসআই আফছার আহমদের নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর