ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের উন্নতি হচ্ছে। সেই ধারাবাহিকতা রায় বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার পুনঃপ্রতিশ্রুতিও দেন তিনি।
বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার মোদির সরকারি বাসভবনে দেখা করতে গেলে এসব কথা বলেন তিনি।
অল ইন্ডিয়া রেডিও এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দ্বিপাকি সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির বিষয় তুলে ধরেন। এ সময় ড. মোমেন পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন জানান মোদি। সেইসঙ্গে প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকে বেছে নেওয়ায় তাকে ধন্যবাদ জানান ভারতীয় প্রধানমন্ত্রী।
এর আগে চার দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার রাতে নয়াদিল্লি যান ড. মোমেন।
আগামীকাল শুক্রবার পঞ্চম ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শ কমিটির মিটিংয়ে অংশ নেবেন তিনি। ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
তবে তার আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন ড. আব্দুল মোমেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech