ধরমপুর মাদরাসায় ইউপি চেয়ারম্যান তৈয়ব কামালী’র ৫লাখ টাকার অনুদান

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯

ধরমপুর মাদরাসায় ইউপি চেয়ারম্যান তৈয়ব কামালী’র ৫লাখ টাকার অনুদান

সুনামগঞ্জের দণি সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধরমপুর নূরানী মাদরাসায় ভবন নির্মাণের জন্য আরও ৫ লাখ টাকার অনুদান প্রদান করেছেন জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য তৈয়ব মিয়া কামালী।

বুধবার(৬ ফেব্র“য়ারি) সকালে নিজ দপ্তর থেকে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নুরুল আমীনের হাতে ৫লাখ টাকা অনুদানের চেক তুলে দেন। এরপূর্বে ২০১৭ সালের ২২ নভেম্বর ওই মাদরাসায় আরও ৫লাখ টাকা অনুদান করেছেন শিানুরাগী এ চেয়ারম্যান। এনিয়ে ওই মাদরাসার ভবন নির্মাণের জন্য তার প থেকে ১০লাখ টাকা অনুদান দেওয়া হয়।

চেক প্রদানকালে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, ইউপি সদস্য মোয়াজ্জিন, ইউপ সচিব ফারুক আহমদসহ বেশ কিছু ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তৈয়ব মিয়া কামালী বলেন, এর পূর্বেই আমরা মাদরাসাকে ৫লাখ টাকা অনুদান দিয়েছি। তাঁদের দেয়া প্রতিশ্র“তির আরও ৫লাখ টাকার চেক তুলে দিয়েছি। আমার বড় ছেলের মানতের এ টাকা ধরমপুর নূরানী মাদরাসার ভবন নির্মাণে তুলে দিতে পেরে আমি শোকরিয়া আদায় করছি।  সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর