ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯
জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে সরকারি স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলার নামে লটারি খেলার আয়োজন নিয়ে জনমনে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। মাঠে মেলার প্যান্ডেল নির্মাণ করায় খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে মোকলমতি শিক্ষার্থীরা।
জানা যায়, জগন্নাথপুর পৌর সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এক মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। কিন্তু স্থানীয়রা বলছেন, এ মেলায় পণ্যের বদলে লটারি খেলানো হচ্ছে আয়োজকদের মুখ্য উদ্দেশ্য। তারা এটাকে মেলার নামে লটারি খেলা বলে অবহিত করছেন। এ নিয়ে এলাকার প্রতিবাদি জনতার মধ্যে একরকম চাপা ক্ষোভ বিরাজ করছে।
সরজমিনে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গেলে সেখানে মেলার প্রস্তুতি স্বরূপ একটি প্যান্ডেল চোখে পড়ে। তবে, মেলার আয়োজক কে বা কারা তা শনাক্ত করা যায় নি।
এদিকে-মেলাটি বন্ধের দাবি জানিয়ে ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জগন্নাথপুর থানার ওসি বরাবরে গণস্বাক্ষরিত স্বারকলিপি প্রদান করা হয়েছে বলে প্রতিবাদিরা জানিয়েছেন। তারা বলেন, মেলাটি বন্ধ করতে প্রয়োজনে বার বার প্রশাসনের দ্বারস্ত হবেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাছুম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগটি আমি এখনও দেখিনি, আগামীকাল (বুধবার) অভিযোগ দেখে ব্যবস্থা নেবো।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech