ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে নলুয়ার হাওর পোল্ডার-১ এলাকার ৬নং পিআইসি কমিটির মাটি ভরাট কাজ এগিয়ে চলছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার সরজমিনে দেখা যায়, উক্ত পিআইসি কমিটির বেড়িবাঁধে মাটি ভরাট ও মাটি বসানোর কাজ চলছে।
এ সময় পিআইসি কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য আহমদ আলী বলেন, ১.৫৩০ মিটার কাজের বিনিময়ে তাঁকে ২৩ লক্ষ ৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ পর্যন্ত প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। আগামী ৪/৫ দিনের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে। তবে কাজ বেশি করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে মাত্র ২০ ভাগ বিল দিয়েছেন।
তিনি আরো বলেন, কাজের তুলনায় টাকা কম দেয়ায় বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে টাকা এনে কাজ করতে হচ্ছে। তাই কাজ শেষ হওয়ার সাথে সাথে বাকি বিল দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান জানান। এছাড়া ২২ লক্ষ ৫৭ হাজার টাকা ব্যয়ে ৫ নং পিআইসি কমিটির ১.৭৮০ মিটার কাজও চলছে।
এ ব্যাপারে পিআইসি কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য রণধীর কান্তি দাস বলেন, ২/১ দিনের মধ্যে কাজ শেষ হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech