জগন্নাথপুরে হলি চাইল্ড কিন্ডার গার্টেনের পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯

জগন্নাথপুরে হলি চাইল্ড কিন্ডার গার্টেনের পুরস্কার বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সদরে অবস্থিত হলি চাইল্ড কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলে স্কুল মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

১২ ফেব্রুয়ারি মঙ্গলবার স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাসির আলীর সভাপতিত্বে ও পরিচালক জামাল উদ্দিন বেলাল এবং সিজিল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া ও বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি জাহির উদ্দিন।

বক্তব্য রাখেন- স্কুলের পরিচালক মকবুল হোসেন ভূইয়া, জুনেদ আহমদ ভূইয়া, শহিদ মিয়া ভূইয়া, লিমান ভূইয়া, শাহ আলামিন, প্রধান শিক্ষক মতিউর রহমান বিপ্লব, শিক্ষক কুদরত উল্লাহ শামীম, আশরাফুর রহমান, গোপাল দাস, রেদুয়ানুর রহমান, অভিভাবক সেলিম আহমদ প্রমূখ।

অন্যান্যের মধ্যে মান উল্লাহ ভূইয়া, শাহ আবদুর রাজ্জাক, ছালিক আহমদ পীর, ব্যাংক কর্মকর্তা আবুল বাশারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর