সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ’র অগ্রগতি সংক্রান্ত মতবিনিময় সভা

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ’র অগ্রগতি সংক্রান্ত মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার হাওর এলাকার পানি উন্নয়ন বোর্ডের সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭ এর আওতায় চলমান ফসল রক্ষা বাঁধের অগ্রগতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মোঃ আবদুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, ডিডিএলজি এমরান হোসেন, এডিএম হারুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক প্রদীপ কুমার সিংহ,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর, খুশি মোহন সরকার, এডভোকেট আলী আমজাদ, পরিমল কানতি দে, ধূরজটি বসু, নুরুর রব চৌধুরী, আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট চাঁন মিয়া, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলার সকল ইউএনওসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা গণ।

সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বাঁধের কাজ দ্রুত সময়ের মধ্যে এবং সঠিকভাবে কাজ করার নির্দেশ দেন। সেই সাথে প্রতিটি বাঁধের কাজ কঠোর নজর দারির মধ্যে রাখার গুরুত্বরোপ করেন সংশ্লিষ্ট সবাইকে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর