রোটারি ক্লাব অব মেট্রোপলিটনের বিলবোর্ড স্থাপন

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯

রোটারি ক্লাব অব মেট্রোপলিটনের বিলবোর্ড স্থাপন

রোটারী ক্লাব ইন্টারন্যাশনাল ৩২৮২ ডিষ্ট্রিক্ট গভর্ণর দিলনাশী মহসেন বলেছেন, মানবতার কল্যাণে কাজ করে যারা আনন্দ পান তারাই প্রকৃত রোটারীয়ান। আর্তমানবতার কল্যাণে যে কাজ রোটারী ক্লাব করে যাচ্ছে তা জনসম্মুখে প্রকাশ করে তার প্রসার ঘটাতে হবে। তারই ধারাবাহিকতায় আজকের এই বিলবোর্ড স্থাপন।

তিনি বুধবার হুমায়ুন রশীদ চত্ত¡র সংলগ্ন এলাকায় রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে এন্ড পোলিও নাও বিলবোর্ড স্থাপন ও উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট রোটা. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপিএম নুরুল হক সোহেল, এ্যাসাইন এ্যাসিস্টেন্ট গভর্ণর রোটা. আজিজুর রহমান, রোটা. আহসান আহমদ খান, রোটা. আখতার চৌধুরী রুবেল, রোটা. আব্দুল বাছিত, রোটা. ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম চৌধুরী, রোটা. রেজাউল করিম, রোটা. আব্দুল জলিল খাঁন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর