লাউয়াই সেবা সংঘের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

লাউয়াই সেবা সংঘের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা

লাউয়াই সেবা সংঘের উদ্যোগে সংঘের সাথে সম্পৃক্ত এমন ৮ প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে সাড়ে ৭টায় সংঘের অস্থায়ী কার্যালয় সায়েম আহমদের বাড়িতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশে অবস্থানরত সংঘের মিডল্যান্ড নর্থ শাখা ইউকে’র সাধারণ সম্পাদক আক্তার হোসেন শ্যামল, যুক্তরাজ্য প্রবাসী মোঃ মুহিব হোসেন, আমিনুর রহমান, কানাডা প্রবাসী শাহিন হোসেন, যুক্তরাজ্য প্রবাসী হোসেন মোহাম্মদ লিপু, কানাডা প্রবাসী ইমানুল হক জালালী, ইতালি প্রবাসী হাবিবুর রহমান শাওন-কে সংবর্ধনা প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সংঘের নির্বাহী সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লাউয়াই সেবা সংঘের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য রেজাউল ইসলামের পরিচালনায সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা মিফতাহুল হোসেন সুইট, উপদেষ্টা ও সাবেক সভাপতি নাজমুল ইসলাম খসরু, উপদেষ্টা আব্দুস সালাম গয়াস, আলী আহমদ খান ও হাজী সাত্তার মিয়।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী আক্তার হোসেন শ্যামল, মোঃ মুহিব হোসেন, আমিনুর রহমান, শাহিন হোসেন, হোসেন মোহাম্মদ লিপু, ইমানুল হক জালালী, হাবিবুর রহমান শাওন, প্রবাসী হোসেন মোঃ লিপু প্রমুখ।

লাউয়াই সেবা সংঘের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহিন ও বর্তমান সাধারণ সম্পাদক ছায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক ফাহিমুর রউফ ফাহিম স্বাগত বক্তব্য রাখেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংঘের ধর্মবিষয়ক সম্পাদক হারিছ আহমদ।

সংবর্ধিত প্রবাসীগণ বলেন, এলাকার উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে তারা আন্তরিক। এ লক্ষে প্রবাসীরা কাজ করে যাচ্ছেন। মেধাবী ও গরীব শিক্ষার্থীর সহযোগিতার আশ^াস প্রদান করেন তারা। লাউয়াই এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ময়লা ফেলার স্থান ও ডাস্টবিন ব্যবহারের পরামর্শ দেন। সংঘের উন্নয়নে প্রবাসী আক্তার হোসেন শ্যামল ২টি রিক্সা সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট হস্তান্তর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর