ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারে আয়শা-মনোয়ারা (রহ.) মেমোরিয়াল মহিলা দাখিল মাদরাসার প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি, প্রবাসী পল্লী গ্রæপের ভাইস চেয়ারম্যান ও পল্লীবাজার অনলাইন শপের চেয়ারম্যান এমাদুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক তাওহিদা আক্তার লিমা ও হাফিজ জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদ, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মকব্বির আলী, তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুক আহমদ, সাবেক মেম্বার তসির আলী, মনোয়ারা গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মখতার আলী, হামিদা খাতুন শিশু একাডেমির সহকারী শিক্ষক রোজিনা খানম, গ্রেটার কামালবাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের আহবায়ক শামসুল হক, সদস্য মাসুক আহমদ, আব্দুর রকিব, খালেদ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুস সালাম, অভিভাবক রহমান আলী, ধরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দিন, মারাসার সমন্বয়কারী আমিনুল হক রাজু, সমাজকর্মী আরিফ আহমদ, শাহীন আহমদ। মাদরাসার শিক্ষক সাহারা আক্তার ডলির স্বাগত বক্তব্যের মধ্যে সূচিত অনুষ্ঠান শিক্ষক হোমায়রা আক্তার সাদিয়া, আয়শা আক্তার মনি, ফাতেমা বেগম, সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজয়ী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে মেধার বিকাশ ঘটে। শিক্ষার্থীর মন ও শরীরির সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। বার্ষিক ক্রীড়া প্রতিযোগতির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয়। লেখাপড়ার পাশাপাশি নিজেকে গড়ে তোলার লক্ষ্যে খেলাধুলায় মনোযোগী হতে হবে। বক্তারা যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব-সহ তার পরিবারের সদস্যরা শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা খরচে শিক্ষাদানের লক্ষে মহিলা মাদরাসা প্রতিষ্ঠা করায় সাধুবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech