বলিউডের ছবিতে সিয়াম-পূজা

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮

বলিউডের ছবিতে সিয়াম-পূজা

বাংলা ছবির এ সময়ের আলোচিত দুটি নাম হলো সিয়াম আহমেদ ও পূজা চেরী। ‘পোড়ামন ২’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পান তারা। নতুন খবর হলো, এ জুটি বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। নাম ‘জ্বলন’। ‘দহন’ ছবির রিমেক এটি। আর নির্মাণ করবেন বলিউডের কোরিওগ্রাফার ও নির্মাতা জায়েস প্রধান।

২৩ অক্টোবর দুপুরে বিষয়টি জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ।

তিনি বলেন, ‘এটা ‘‘দহন’’ ছবির রিমেক। তারা আমাদের কাছ থেকে ছবিটির কপিরাইট কিনে নিয়েছেন। মার্চের ১৫ তারিখ থেকে শুটিং শুরু হচ্ছে মুম্বাইতে। তবে আমরা তাদের সঙ্গে প্রযোজনায় থাকব কি না, সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু সিয়াম-পূজা যে অভিনয় করছে, এটা নিশ্চিত।’

এ বিষয়ে সিয়াম আহমেদ বলেন, ‘ছবিটাতে অভিনয়ের বিষয়ে কথা হয়েছে। যদিও অনেক বিষয় কনফার্ম না। এ বিষয়ে আমি হানড্রেড পারসেন্ট ইনফরমেশনও জানি না। তাই এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না।’

‘জায়েস প্রধান আমাদের ‘‘দহন’’টা দেখেছেন। তিনি তারপর প্রস্তাব দিয়েছেন যে ছবিটি বলিউডে রিমেক করতে চান। এতে আমি আর পূজাই থাকব। তবে তিনি এটা রিমেক করবেন নাকি নতুন স্টোরি নিয়ে কাজ করবেন, সেটা তিনি জানেন।’

আলাপের সময় সিয়ামকে জানানো হয় গণমাধ্যমকে আবদুল আজিজ নিশ্চিত করেছেন তিনি এবং পূজা এ ছবিতে অভিনয় করছেন।

এ প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন,‘ আমরা তো ফ্যামিলির মতো। আজিজ ভাই যেতেতু বলেছেন তিনি নিশ্চয়ই ভেবে-চিন্তে বলেছেন। তবে ‘‘দহন’’ শেষ না করা পর্যন্ত আমি অন্য প্রজেক্টে মনোযোগ দিতে পারছি না। যদি ‘‘জ্বলন’’ প্রজেক্টটা হয়, সেটা আমাদের সবার জন্য গর্বের।’

জানা গেছে, বলিউডের জনপ্রিয় পরিচালক রেমো ডি সুজার প্রতিষ্ঠানের ব্যানারে ছবিটি নির্মাণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূজা এ প্রসঙ্গে বলেন, ‘আমি এ ছবিটিতে কাজ করছি। আশা করছি ভালো প্রজেক্ট হবে। দোয়া করবেন আমার জন্য।’

এদিকে ‘দহন’ ছবিটি ১৬ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। জাজ মাল্টিমিডিয়া ছবিটি প্রযোজনা করেছে।

সর্বশেষ ২৪ খবর