ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে আহত ২ শ্রমিকের মধ্যে নিতেশ গোপ(৩২)’র মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার ভোররাতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জগন্নাথপুর পৌর এলাকার যাত্রাপাশা গ্রামের বাসিন্দা নিরেজ গোপের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হওয়া অপর শ্রমিক মিঠু রায় বর্তমানে চিকিৎসাধিন রয়েছেন।
জানা যায়, ২২ ফেব্রæয়ারি শুক্রবার জগন্নাথপুর সদর বাজারে রিচমুন কনফেকশনারী নামের ব্যবসা প্রতিষ্ঠানের দ্বিতীয় তলার ছাদের উপর মেরামতের কাজ করছিলেন নিতেশ গোপ ও বিশ^ম্ভরপুর উপজেলার হউয়া গ্রামের মিঠু রায়। এ সময় হঠাৎ করে অসাবধনাবশত বিদ্যুৎ স্পৃষ্টে তারা আহত হন।
আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত মিঠু রায়কে ভর্তি করে অপর আহত নিতেশ গোপকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে, ৬দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২৭ ফেব্রæয়ারি বুধবার ভোররাতে চিকিৎসাধিন অবস্থায় নিতেশের মৃত্যু হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech