সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে নাটাব’র মতবিনিময়

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯

সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে নাটাব’র মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি
যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে গণমাধ্যম কর্মীদের সাথে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ডা. মনোওয়ার আলী।

নাটাব সুনামগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ধুর্জুটি কুমার বসুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র শিক্ষা ও সাস্থ্য কর্মকর্তা মো অমর ফারুক, সামাজিক সংগটন সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্রার্চায। মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মনোওয়ার আলী বলেন, আমাদের চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে। আমাদের চারপাশে যক্ষ্মায় আক্রান্ত রোগী চিহ্নিত করে চিকিৎসার আওতায় এনে নিয়মিত চিকিৎসা দিলে সম্পূর্ণ সুস্থ হবে। পরিবেশ আমাদেরকে যা কিছু শেখায় পরিবার থেকে তা শেখা যায় না। এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময়ের কাশি যক্ষ্মার প্রধান লক্ষণ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর