দৃষ্টি প্রতিবন্ধী কণ্ঠশিল্পীকে বেহালা দিলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯

দৃষ্টি প্রতিবন্ধী কণ্ঠশিল্পীকে বেহালা দিলেন জেলা প্রশাসক

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জে সদর উপজেলাধীন কাইয়ারগাঁও নিবাসী দৃষ্টি প্রতিবন্ধী কণ্ঠশিল্পী মো. গোলাপ মিয়াকে একটি বেহালা (বাদ্যযন্ত্র) প্রদান করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। ৭ মার্চ বেলা ২টায় তিনি গোলাপ মিয়ার হাতে বেহালাটি তুলে দেন।

এসময় মোহাম্মদ শফিউল আলম অতিরি

ক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সুনামগঞ্জ, ফয়সাল রায়হান সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জসহ দৃষ্টি প্রতিবন্ধী মো. গোলাপ মিয়ার স্ত্রী ও সন্তান উপস্থিত ছিলেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. গোলাপ মিয়া তাঁর রুজির ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসক ধন্যবাদ জানান ও তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দৃষ্টি প্রতিবন্ধী গায়ক মো. গোলাপ মিয়া জানান, ১৫বছর বয়সে তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত দুটি চোখেরই দৃষ্টিশক্তি হারান। তিনি দীর্ঘ ২৫-২৬ বছর যাবত লোক সংস্কৃতির বিভিন্ন গান যেমন রাধারমণ দত্ত, মরমি কবি ও সাধক হাছনরাজা, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, জ্ঞানের সাগর দুর্বিণ শাহ গান গেয়ে সাধারণ লোকের মনোরঞ্জন করেন এবং তাদের দানের অর্থে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করছেন।

কাইয়ার গাঁও নিবাসী মো. গোলাপ মিয়া ব্যক্তিগতভাবে ৩ছেলে ও ৩মেয়ের জনক। তার এক ছেলে কাইয়ারগাঁও এলাকাধীন আনন্দ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র এবং এক ছেলে কাইয়ার গাঁও মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। গত বছর শবে বরাতের রাতে তার বাসা থেকে রুজির অবলম্বন বেহালাটি চুরি হয়ে যায়। তার গানের অপরিহার্য্য অংশ বেহালাটি চুরি হয়ে যাওয়ায় তিনি খুবই অসহায় হয়ে পরেন এবং তার আয় ইনকাম কমে যাওয়ায় দুর্দশাগ্রস্ত হয়ে পরেন। বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করেও তিনি একটি বেহালা জোগাড় করতে পারেন নি। জেলা প্রশাসক মহোদয়ের সাথে স্বাক্ষাতে তার আয়ের অবলম্বন বেহালা চুরি ঘটনা উল্লেখ করে সহায়তা চাইতে জেলা প্রশাসক তার জন্য একটি নতুন বেহালার ব্যবস্থা করে দেন।

গোলাপ মিয়া বলেন, বেহালা পাওয়ায় তার খুব উপকার হবে। তিনি জীবন ধারনের জন্য নতুন করে বাঁচার অবলম্বন পেয়েছেন। তিনি আবারও নতুন করে সুনামগঞ্জ জেলার বিভিন্ন পথে প্রান্তরে গান পরিবেশন করে লোকজ সংস্কৃতির প্রচার প্রসারসহ জীবন ধারনের প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে পারবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর